ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে কাভার্ডভ্যান চাপায় গাড়ি চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
বরিশালে কাভার্ডভ্যান চাপায় গাড়ি চালক নিহত

বরিশাল: বরিশাল নগরে কাভার্ডভ্যান চাপায় হর্টিকালচার সেন্টারের গাড়ি চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে নগরের ব্রাউন কম্পাউন্ড রোডে এ দুর্ঘটনা ঘটে বলে কোতয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার মিস্ত্রি জানান।

নিহত মো. আনিস ইসলাম নগরের দক্ষিণ সাগরদী এলাকার আহম্মদ আলীর ছেলে। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর হর্টিকালচার সেন্টারের গাড়ি চালক।

স্থানীয়দের বরাতে পরিদর্শক বিপ্লব বলেন, ব্রাউন কম্পাউন্ড সড়ক দিয়ে হেঁটে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে আসছিলেন আনিস। ওই সড়কের গোডাউনে পারটেক্সের পণ্য খালাস করে কাভার্ডভ্যান চালু দেয়। যান্ত্রিক ত্রুটির কারণে কাভার্ডভ্যানের গতি বেড়ে বেপরোয়া গতিতে সামনের দিকে যায়। তখন রাস্তায় থাকা আনিসকে চাপা দিয়ে কাভার্ডভ্যান পুকুরে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় আনিসকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার কিছু সময় পর মারা যান তিনি।

অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে পরিদর্শক বিপ্লব বলেন, কাভার্ডভ্যান চালক পালিয়েছে।

রহমতপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো. অলিউল আলম বলেন, ব্যক্তিগত কাজে নগরের ব্রাউন কম্পাউন্ড এলাকায় যান গাড়ি চালক আনিস। সেখানে কাভার্ডভ্যান চাপায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।