ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

২৮ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৩:০৪ পিএম, জানুয়ারি ২৫, ২০২৪
২৮ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি! মিজানুর রহমান ওরফে হারুন-অর-রশিদ

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় ২৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমান ওরফে হারুন-অর-রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে বরগুনা জেলার বামনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান ওরফে হারুন অর রশিদ, তহিদুল ইসলাম, স্বপন,  সাগর, মুহিদ কাঁঠালিয়া উপজেলার বড় কাঁঠালিয়া এলাকার মৃত মতি মিয়া সিকদার ওরফে মতিয়ার রহমান সিকদারের ছেলে।  

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ১৯৯৬ সালে বেতাগী থানায় মিজানুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে পলাতক ছিলেন। র‍্যাব-২ ও র‍্যাব-৮ এর সহযোগিতায় অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি কাঁঠালিয়া থানা হাজতে রয়েছেন। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এসআরএস

বাংলাদেশ সময়: ৩:০৪ পিএম, জানুয়ারি ২৫, ২০২৪ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।