ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কখনো পুলিশ, কখনো মডেল পরিচয়ে প্রতারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
কখনো পুলিশ, কখনো মডেল পরিচয়ে প্রতারণা

ঢাকা: কখনো পুলিশ, কখনো মডেল কিংবা কখনো জনপ্রতিনিধিদের নামে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন নারীর সাথে প্রতারণা করে আসছিলেন এক ব্যক্তি। শেষ পর্যন্ত তিনি গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) গাইবান্ধায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। তবে প্রাথমিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, বিভিন্ন জনের নাম দিয়ে ওই ব্যক্তি নারীদের সঙ্গে প্রতারণা করতেন। এ সাইবার প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।  

শনিবার দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ