ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
ঝালকাঠিতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কমলচন্দ্র শীলকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্ত কমলচন্দ্র ঝালকাঠি জেলা শহরের বাহের রোড এলাকার মৃত সুধীর চন্দ্রশীলের ছেলে।  

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালে ১৬ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার একটি টিম কমলচন্দ্র শীলের বসতঘর থেকে ২২০ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ব্যাপারে মাদক অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করে। একই বিভাগের উপ-পরিচালক ইসতিয়াক হোসেন ২০২২ সালের ১১ সেপ্টেম্বর তদন্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দায়ের করেন। আদালত ছয়জন সাক্ষীর স্বাক্ষর নিয়েছেন।

সরকারের পক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মন্নান রসুল ও আসামিপক্ষে অ্যাডভোকেট মঞ্জুর হোসেন মামলা পরিচালনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।