ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ভুয়া চিকিৎসকসহ ৩ জনের কারাদণ্ড, ক্লিনিক সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
সাতক্ষীরায় ভুয়া চিকিৎসকসহ ৩ জনের কারাদণ্ড, ক্লিনিক সিলগালা

সাতক্ষীরা: সাতক্ষীরায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসকসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

এছাড়া একটি ক্লিনিককে সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সাতক্ষীরা জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল এই অভিযান পরিচালনা করে।

এসময় সদর হাসপাতাল মোড়ের শেফা ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে বিপ্লব কুমার দাসকে ছয় মাসের কারাদণ্ড ও প্রতিষ্ঠানটির মালিক আবুবকর সিদ্দিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত লাইসেন্স না থাকায় আস্থা ডায়াগনস্টিক সেন্টারের মালিক বিশ্বজিৎ পালকে ১০ দিনের কারাদণ্ড এবং প্রতিষ্ঠানটি সিলগালার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেন জানান, সরকারি আদেশে অভিযান চালানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।