ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় খাদ্যমন্ত্রীর অভিযানে দুই গোডাউন সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
কুষ্টিয়ায় খাদ্যমন্ত্রীর অভিযানে দুই গোডাউন সিলগালা

কুষ্টিয়া: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নেতৃত্বে কুষ্টিয়ায় অবৈধ মজুদ ও অনিয়ম-দুর্নীতিবিরোধী অভিযান চালানো হয়েছে।
 
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় চালানো এ অভিযানে দুটি গোডাউন সিলগালা করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতশাম রেজা, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, খাদ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তারা।

অভিযানে ধান ও গম মজুদ করে রাখার দায়ে সুবর্ণা ও আল্লার দান রাইস মিল নামে দুটি গোডাউন সিলগালা করা হয়েছে।

অভিযানের সময় খাদ্যমন্ত্রী বলেন, কেউ অবৈধভাবে খাদ্যশস্য মজুদ করছে কি না বা কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।