ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় পিঠা উৎসব ও লোক সংস্কৃতি অনুষ্ঠান শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
নওগাঁয় পিঠা উৎসব ও লোক সংস্কৃতি অনুষ্ঠান শুরু

নওগাঁ: নওগাঁয় তিন দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব ও লোক সংস্কৃতি অনুষ্ঠান শুরু হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির দেশব্যাপী আয়োজনের অংশ হিসেবে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমি সভাপতি মো. গোলাম মওলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবৃত শরিফুল ইসলাম খান এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন।

সেখানে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রবিন শীষ,  আবৃত্তি পরিষদের সভাপতি ডাক্তার ময়নুল হক দুলদুল, জেলা কালচারাল অফিসার মো. তাইফুর রহমান উপস্থিত ছিলেন।

উৎসবে ১০টি স্টলে প্রায় ৪০ ধরনের পিঠা দেখা মেলে। অনেক মানুষ পিঠা উৎসবে যোগ দেন। রাত ৯টার মধ্যে সবগুলো স্টলের পিঠা বিক্রি শেষ হয়ে যায়। পরে জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

এ উৎসব চলবে আগামী ০২ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।