ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

শৈলকুপায় যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, ফেব্রুয়ারি ১, ২০২৪
শৈলকুপায় যুবককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় লাল্টু মোল্লা (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন দুই প্রতিবেশী।  

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাকুড়াডাংগা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাতকদের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, গত বছর পরকীয়া করে ভাবিকে নিয়ে পালিয়ে বিয়ে করেন লাল্টু। এনিয়ে যৌথ পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে তার বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের মাঠ থেকে বাড়ি ফিরছিলেন লাল্টু। পথে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন প্রতিবেশী দুই তরুণ। এ অবস্থায় লাল্টুকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শৈলকুপায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।