ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

সরাইলে ট্রাক্টর চাপায় মাদরাসাশিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, ফেব্রুয়ারি ৩, ২০২৪
সরাইলে ট্রাক্টর চাপায় মাদরাসাশিক্ষক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: জেলার সরাইলে ট্রাক্টর চাপায় আব্দুর রাহিম (৫৫) নামে এক মাদরাসাশিক্ষক নিহত হয়েছে।

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে নাসিরনগর-লাখাই সড়কের সরাইল গরু বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাহিম উপজেলা সদরের বড্ডাপাড়ার মৃত আব্দুল আহাদের ছেলে। তিনি স্থানীয় রাহমাতুল্লাহ আল আমিন মাদরাসার শিক্ষক ছিলেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বালুবাহী একটি ট্রাক্টর উপজেলার কালিকচ্ছ গ্রাম থেকে উপজেলা সদরে যাওয়ার সময় ওই মাদ্রাসাশিক্ষককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুর রাহিম মরদেহ উদ্ধার করে। চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।