ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে মোজা তৈরি কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
গাজীপুরে মোজা তৈরি কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার সাটিয়াবাড়ি এলাকায় মোজা তৈরি কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শ্রীপুর উপজেলার সাটিয়াবাড়ি এলাকায় গ্লোব গ্লোভস্ (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামে মোজা কারখানায় আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহূর্তের মধ্যেই আগুন কারখানার প্রথম তলা, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে শ্রীপুর, রাজেন্দ্রপুর, কাপাসিয়া ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কর্মীরা প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনে কারখানার মেশিনপত্র ও সুতাসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। তদন্তের পর আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।