ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর রেলস্টেশনে পড়েছিল বৃদ্ধের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
সৈয়দপুর রেলস্টেশনে পড়েছিল বৃদ্ধের মরদেহ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

তার পরনে শুধু লুঙ্গি ও গায়ে কম্বল জড়ানো ছিল।  

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম জানান, খবর পেয়ে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি ভবঘুরে প্রকৃতির এবং অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নীলফামারীর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়া পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।