ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে অফিস চালু করতে চায় ইউনিসেফ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
রাজশাহীতে অফিস চালু করতে চায় ইউনিসেফ

রাজশাহী: বিভাগীয় শহর রাজশাহীতে অফিস চালু করতে চায় ইউনিসেফ। এজন্য সিটি মেয়রের সহযোগিতা কামনা করা হয়েছে।

 

এই লক্ষ্যে মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে  ইউনিসেফ প্রতিনিধিদল।  
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে ছিলেন ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টিটিভ (প্রোগ্রাম) এমা ব্রিঘাম, ডেপুটি রিপ্রেজেন্টিটিভ (অপারেশন) ফারুক আদ্রিয়ান ডুমুন, ওআইসি ফিল্ড সার্ভিস লরেন্স ওডুমা, রাজশাহী ও রংপুর বিভাগের চিফ তৌফিক আহমেদ।  

সভায় ইউনিসেফের প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানান ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন রাসিক মেয়র।

সভায় ইউনিসেফ প্রতিনিধি দলটি রাজশাহীতে অফিস চালু এবং ইউনিসেফের চলমান কার্যক্রম বিস্তৃত করার বিষয়ে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সহযোগিতা কামনা করে।  
এসময় রাসিক মেয়র ইউনিসেফ বাংলাদেশকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং রাজশাহী মহানগরীতে শিশুদের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান।

পরে মহানগরীর ২নং ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্প এলাকায় ইউনিসেফ কর্তৃক স্থাপিত সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্প পুরো আশ্রয়ণ প্রকল্প এলাকায় বিস্তৃতি করার পরিকল্পনার কথা জানান ইউনিসেফ এর প্রতিনিধিদল।  

এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এসএস/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।