ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ৪ ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, একটি বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
লক্ষ্মীপুরে ৪ ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা, একটি বন্ধ 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের চারটি ইটভাটাকে সাত লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও একটি ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

 

এর মধ্যে জেলার রামগঞ্জ উপজেলায় দুটি, কমলনগর উপজেলায় একটি এবং রামগতি উপজেলায় দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়।  

বুধবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলা এবং উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।  

রাতে জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়।  

সূত্র জানায়, রামগঞ্জ উপজেলায় মেসার্স মোরশেদ ব্রিকসকে দুই লাখ, মেসার্স রাবেয়া ব্রিকসকে তিন লাখ, কমলনগর উপজেলার মেসার্স রহিমা ব্রিকসকে এক লাখ, রামগতি উপজেলার মেসার্স মেঘনা ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় রামগতিতে নির্মাণাধীন মেসার্স রশিদিয়া ব্রিকসটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।