ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে ৩ টন জাটকা জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
রায়পুরে ৩ টন জাটকা জব্দ 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাশেরহাট বাজার এলাকা থেকে প্রায় ৩ টন জাটকা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জাটকাগুলো জব্দ করা হয়।

তবে এ সময় কাউকে আটক করা যায়নি।  

রায়পুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সারোয়ার জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ জাটকাগুলো ২৮টি এতিমখানা ও দুস্থ লোকজনের মধ্যে বিতরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।