ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এনবিআরের নতুন চেয়ারম্যানকে এবিবির অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
এনবিআরের নতুন চেয়ারম্যানকে এবিবির অভিনন্দন

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে অভিনন্দন জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এবিবির চেয়ারম্যান সেলিম আরএফ হোসেনের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে এ অভিনন্দন জানান।  

এ সময় এবিবির নেতারা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে ব্যাংকিংখাতের কর ব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং তার কাছে এবিবির প্রস্তাবনাগুলোও তুলে ধরেন।  

এ সাক্ষাতে উপস্থিত ছিলেন এবিবির সেক্রেটারি জেনারেল ও প্রাইম ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হাসান ও. রশীদ।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
জেডএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।