ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুদক সচিব হলেন খোরশেদা ইয়াসমীন, শ্রমে নতুন সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
দুদক সচিব হলেন খোরশেদা ইয়াসমীন, শ্রমে নতুন সচিব

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব খোরশেদা ইয়াসমীনকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

পৃথক প্রজ্ঞাপনে দুদক মো. মাহবুব হোসেনকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে চুক্তিতে সচিবের দায়িত্ব চালিয়ে আসা মো. এহছানে এলাহীর আবেদনের প্রেক্ষিতে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। ২০২৩ সালের ২৩ নভেম্বর চুক্তিতে শ্রম মন্ত্রণালয়ে সচিব হিসেবে নিয়োগ পান এহছানে এলাহী।

এ সংক্রান্ত আদেশে বলা হয়, এহছানে এলাহীর আবেদনের প্রেক্ষিতে তার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

শ্রম মন্ত্রণালয়ের সচিব এহছানে এলাহীর চাকরির বয়স শেষ হয় গত বছরের ২৫ নভেম্বর। তার দুদিন আগে ২৩ নভেম্বর তাকে চুক্তিতে ছয় মাস শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
এমআইএইচ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।