ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত তরুণের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত তরুণের মৃত্যু প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডে সড়ক দুর্ঘটনায় ইউসুফ (১৭) নামের এক তরুণ নিহত হয়েছে। তিনি একটি জুতার দোকানের কর্মচারী ছিলেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ মিয়া।

তিনি জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ৮টার দিকে এলিফ্যান্ট রোডের সামনে রাস্তা পার হচ্ছিলেন ওই তরুণ। তখন একটি টয়োটা গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, ইউসুফ পরিবারের সঙ্গে হাজারীবাগ গজমহল এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে। বাবার নাম মো. আইয়ুব। রাতে এই দুর্ঘটনার পরপরই গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। ইউসুফের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে নিহত ইউসুফের বাবা মো. আইয়ুব জানান, নিউ এলিফ্যান্ট রোডে একটি জুতার দোকানে কাজ করতেন ইউসুফ। শুক্রবার রাতে তার এক সহকর্মীর মাধ্যমে সড়ক দুর্ঘটনার খবর শুনতে পান তিনি। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট ছিলেন ইউসুফ।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
এজেডএস/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।