ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৭, জানুয়ারি ৭, ২০২৫
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ  প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস , জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকার করেন তিনি।

সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত এ সাক্ষাৎ হয় বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের আমিরের সৌহার্দ্যপূর্ণ ওয়ান টু ওয়ান আলোচনা হয়েছে। সেখানে নির্বাচন সংস্কার, জাতীয় ঐক্য ও ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।  

নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলাপ হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
এমইউএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।