ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক আলম হোসেন আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪০, ফেব্রুয়ারি ১১, ২০২৪
কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক আলম হোসেন আর নেই সাংবাদিক আলম হোসেন

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জের সিনিয়র সাংবাদিক আলম হোসেন (৬৮) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্ট জনিত কারণে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ইন্তেকাল করেন।  

তিনি দৈনিক নীলফামারী বার্তার বিশেষ প্রতিনিধি ও স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি হিসেবে কাজ করতেন। দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি শামীম হোসেন বাবুর বাবা তিনি।  

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় উত্তর দুরাকুটি গ্রামের নিজ বাড়ি এলাকায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম, জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ, সাবেক সংসদ সদস্য আহসান আদেলুর রহমান (আদেল)। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।