ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝগড়ার পর স্ট্রোকে বাবার মৃত্যু, এক ঘণ্টা পর বিষপানে মৃত্যু ছেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, ফেব্রুয়ারি ১১, ২০২৪
ঝগড়ার পর স্ট্রোকে বাবার মৃত্যু, এক ঘণ্টা পর বিষপানে মৃত্যু ছেলের

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে পারিবারিক কলহের জেরে স্ট্রোকে বাবা ফিরোজ মিয়ার মৃত্যুর এক ঘণ্টার পর বিষপানে ছেলে রানার মৃত্যু হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিপুর এলাকার কবরস্থানে ফিরোজ মিয়ার মরদেহ দাফন করা হয়েছে।

এর আগে শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার কালিপুর এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর ফিরোজ মিয়া ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে ফিরোজ মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এক ঘণ্টা পর বাবার মৃত্যুর সংবাদ শুনে ছেলে রানা বিষপান করেন। এতে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ জামান জানান, রানার মরদেহ সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়টি ভৈরব থানায় জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।