ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
নীলফামারীতে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্য আটক

নীলফামারী: নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।  

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ১১টি আসনের পাঁচটি টিকিট ও নগদ অর্থসহ তাদেরকে আটক করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ।

 

আটকরা হলেন- নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের আশরাফুল ইসলাম লিখন (৩২) এবং চিলাহাটির মিন্টু আলী (৪২)।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চিলাহাটি স্টেশনে অভিযান চালায়। অভিযানকালে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে আটক করে। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ১১টি আসনের পাঁচটি টিকিট, টিকিট বিক্রির নগদ এক হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। চিলাহাটি-ঢাকা রুটের এসব টিকিটের যাত্রার তারিখ ছিল ১২ ও ১৪ ফেব্রুয়ারি।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নূরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।