ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেট্রোরেলের পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়ল ‘কিয়ো কোরাল’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪
মেট্রোরেলের পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়ল ‘কিয়ো কোরাল’

বাগেরহাট: রাজধানীর মেট্রোরেলের পণ্য নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছে পানামা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি কিয়ো কোরাল’।

বুধবার (১৪ই ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ৪৯১ পিস সিমেন্টের পাইল নিয়ে জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করেছে।

এর আগে গত ৬ই ফেব্রুয়ারি ভিয়েতনাম বন্দর থেকে মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে ‘এমভি কিয়ো কোরাল’।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। মালামাল খালাস শুরু হয়েছে। খালাস শেষে নদী পথে বার্জ-এ করে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে পাইলগুলো।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৪

আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।