ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেঘনা নদীতে মাদরাসা ছাত্র নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
মেঘনা নদীতে মাদরাসা ছাত্র নিখোঁজ

বরিশাল: হিজলা উপজেলায় খালার বাড়িতে বেড়াতে এসেছিল মাদরাসা ছাত্র হাফেজ মো. সাব্বির (১৮)। মামার সঙ্গে গিয়েছিলেন মেঘনা নদীতে গোসল করতে।

পানিতে নামার কিছুক্ষণ পর তিনি নিখোঁজ হন।

গতকাল বুধবার দুপুরে হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে হিজলা নৌ-পুলিশ পরিদর্শক মো. তারিকুল ইসলাম এসব তথ্য জানান।

নিখোঁজ মাদরাসা ছাত্র সাব্বির ঢাকার হাজারীবাগ এলাকার মো. মাহেবের ছেলে।

তারিকুল ইসলাম বলেন, বড়জালিয়া গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসেন সাব্বির। বুধবার দুপুর দেড়টার দিকে আপন মামা নাছিরউদ্দিনের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যান। নাছির ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা। সাঁতার না জানায় সাব্বির নদীর পানিতে ডুবে যান। এরপর থেকে তিনি নিখোঁজ। সাব্বিরকে উদ্ধারে তল্লাশি চলছে।

উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বর মোহাম্মদ আলী বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিস এসে উদ্ধার তৎপরতা চালিয়েছে। কিন্তু নিখোঁজ সাব্বিরের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।