ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মরিশাসে বাংলাদেশের নতুন হাইকমিশনার জকি আহাদ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
মরিশাসে বাংলাদেশের নতুন হাইকমিশনার জকি আহাদ

ঢাকা: জকি আহাদকে মরিশাসে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমানে চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল হিসেবে কর্মরত।

রোববার (১৮ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কূটনীতিক জকি আহাদ বিসিএস (পররাষ্ট্রবিষয়ক) ক্যাডারের ১৭তম ব্যাচের  কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালে চাকরিতে যোগ দেন। কূটনীতিক হিসেবে তিনি বেইজিং, হেগ, ম্যানচেস্টার ও কলকাতায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

জকি আহাদ ঢাকা সিটি কলেজ থেকে স্নাতক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে  এমবিএ করেছেন। এ ছাড়া তিনি অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি থেকে কূটনীতি ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।