ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে পারিবারিক কলহে বটগাছে ফাঁস দিল কিশোর!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
খিলগাঁওয়ে পারিবারিক কলহে বটগাছে ফাঁস দিল কিশোর!

ঢাকা: রাজধানীর খিলগাঁও নবীনবাগ এলাকায় রুমান (১৫) নামে এক কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে পরিবার দাবি করেছে রুমান ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার (১৮ জানুয়ারি) রুমানাকে অচেতন অবস্থায় পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত রুমান ময়মনসিংহ সদর উপজেলার একটি গ্রামের মো. আকবর আলীর সন্তান। বর্তমানে খিলগাঁও নবীনবাগ বালুর মাঠ এলাকায় একটি বাসায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতো।

হাসপাতালে মৃত কিশোরের মামা মো. রফিকুল ইসলাম জানান, পারিবারিক কলহের কারণে বর্তমান বাসার পাশে একটি বটগাছের ডালের স গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেয় রুমান। পরে লোকজন দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।