ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় গৃহবধূকে মারধর করে অর্থ ও স্বর্ণালংকার লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
বরগুনায় গৃহবধূকে মারধর করে অর্থ ও স্বর্ণালংকার লুট

বরগুনা: বরগুনার তালতলী গৃহবধূকে মারধর করে অর্থ ও স্বর্ণালংকার লুট করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের শানুর বাজার এলাকার নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

এসময় বাড়িতে নুরুলের পুত্রবধূ নিলুফা আক্তার (৩০) ও নাতনি ঈভা (১৮) উপস্থিত ছিলেন। এ ঘটনায় আহত নিলুফ বর্তমানে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নিলুফা জানান, পুরুষদের অনুপস্থিতির সুযোগে ডাকাতদল (আফাজ, রহমান, সুমন, ইব্রাহীম) বাড়ির সীমানায় এলে নিলুফাকে একা পেয়ে তার ওপর হামলা চালায়। কয়েকজন তাকে টেনে হিঁচড়ে পার্শ্ববর্তী টিউবওয়েলের পাশে নিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। ঘরে টাকা কোথায় আছে জানতে চেষ্টা করে। এসময় নাতনী ইভা, দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কয়েকজন ডাকাত ইভার পিছু ছুটে জানালা কেটে ঘরে ঢুকে ইভার কানের দুল ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এবং সমস্ত ঘর তছনছ করে ঘরে থাকা ৭০ হাজার টাকা নিয়ে যায় ডাকাতদল।

তিনি আরও জানান, ঘটনার পর ৯৯৯-এ কল দিলেও তালতলী থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসেনি। স্থানীয় ইউপি মেম্বার বাচ্চু ডাকাতদের পক্ষ হয়ে মিট করে দেওয়ার আশ্বাস দিয়ে, ডাকাতদের পালিয়ে যেতে সহায়তা করেন।

এ বিষয়ে তালতলি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ৯৯৯-এ কল করার কথা জানা নেই। তবে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।