ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুড়েছে ৭২ ঘর, পরনের কাপড় ছাড়া কিছুই নেই ৩১ পরিবারের মানুষের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
পুড়েছে ৭২ ঘর, পরনের কাপড় ছাড়া কিছুই নেই ৩১ পরিবারের মানুষের

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে আগুনে ৭২টি ঘর পুড়ে নিঃস্ব হয়ে গেছে ৩১টি পরিবার।  

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ঝাড়গাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


 
পাশের জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে, জ্বলন্ত কয়েল থেকে আগুনে সূত্রপাত হয়েছে। আগুনে ৩১ পরিবারের শোবার ঘর, গোয়ালঘর, খড়ের ঘর ও রান্নাঘর পুড়ে গেছে। তবে এতে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিরূপণ করা যায়নি।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভান।  

ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোমান বাদশা জানান, ক্ষতিগ্রস্তদের পরনের কাপড় ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। উপজেলা প্রশাসন কম্বল ও খাদ্য পাঠাবে বলে আশ্বস্ত করেছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।