ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাউখালীতে ট্রাক খাদে পড়ে দুইজন নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
কাউখালীতে ট্রাক খাদে পড়ে দুইজন নিহত  দুর্ঘটনাকবলিত ট্রাক

রাঙামাটি: রাঙামাটির কাউখালী উপজেলায় মিনি ট্রাক খাদে পড়ে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।  

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার ঘাগড়া ইউনিয়নের বগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসে। তবে হতাহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।  

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহর থেকে একদল নির্মাণ শ্রমিক কাপ্তাই উপজেলায় সড়ক ঢালাইয়ের কাজে যায়। কাজ শেষে রাতে তারা মিনি ট্রাকে করে রাঙামাটিতে আসার পথে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বগাপাড়া এলাকায় ট্রাকটি পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় ২০ শ্রমিক।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।