ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে অষ্টম অক্ষয় কুমার মৈত্রেয় নাট্যোৎসব শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
রাজশাহীতে অষ্টম অক্ষয় কুমার মৈত্রেয় নাট্যোৎসব শুরু

রাজশাহী: রাজশাহীতে পাঁচ দিনব্যাপী অষ্টম অক্ষয় কুমার মৈত্রেয় নাট্যোৎসব শুরু হয়েছে।  

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে রাজশাহী থিয়েটারের আয়োজিত এই নাট্যোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন আয়োজকরা।

রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, ভারতের পশ্চিমবঙ্গের কবি ও নাট্যজন ও সম্পাদক অনুপম ভট্টাচার্য, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসা ময়না।

নাট্যোৎসবের প্রথম দিন বগুড়া থিয়েটারের ফকির মজনু শাহ নাটক মঞ্চস্থ হয়।

শনিবার (২ মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের খেলাঘর ও ৩ মার্চ অচলায়তন, ৪ মার্চ রাজশাহী থিয়েটারের পুনর্জন্ম এবং ৫ মার্চ ভারতের ইউনিটি মালঞ্চের স্বপ্নের এক ফেরিওয়ালা ও আত্মকথন মঞ্চস্থ করা হবে।  

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
এসএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।