ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাউসুল আজম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, মার্চ ২, ২০২৪
গাউসুল আজম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে গাউসুল আজম মার্কেটের ফাইল ছবি

ঢাকা: রাজধানীর নীলক্ষেতে নিউমার্কেট থানা সংলগ্ন গাউসুল আজম মার্কেটে লাগা আগুন নেভানো হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন।

শনিবার (০২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে মার্কেটটিতে আগুনের সূত্রপাত হয় বলে জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, গাউসুল আজম মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন নেভানো হয়।

এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আরও পড়ুন:
গাউসুল আজম মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ০২, ২০২৪
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।