ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বোচাগঞ্জে দুই বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
বোচাগঞ্জে দুই বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫ 

দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জে যাত্রীবাহী দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৩ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার গঙ্গাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নামপরিচয় জানা যায়নি।  

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস বোচাগঞ্জ থেকে দিনাজপুরের দিকে আসছিল। পথে গঙ্গাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বোচাগঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত বাসটির পেছনে ধাক্কা দেয়। ত্রিমুখী এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আমিরুল সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করা হয়। গুরুতর আহত হওয়ায় তিনজনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।