ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে ট্রলিচাপায় কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
নড়াইলে ট্রলিচাপায় কিশোরের মৃত্যু প্রতীকী ছবি

নড়াইল: নড়াইলের নড়াগাতী থানার চাপাইলে চলন্ত ট্রলি থেকে পড়ে আকাশ শিকদার (১৫) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।  

রোববার (৩ মার্চ) সকাল ১১টার দিকে চাপাইল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আকাশ জেলার কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চরমধুপুর গ্রামের আমিনুর শিকদারের ছেলে।  

স্থানীয় সূত্র জানায়, বাগুডাগা গ্রামে গড়ে ওঠা শফিকুল ইসলামের এসএসবি ইটভাটার ট্রলির শ্রমিক আকাশ। সকালে ভাট থেকে ইট নিয়ে গোপালগঞ্জে নামিয়ে ভাটায় ফেরত আসছিল তারা। পথে চাপাইল ব্রিজ থেকে নিচে নামার সময় চালত ব্রেক করলে আকাশ ট্রলির ওপর থেকে ছিটকে নিচে পড়ে যায়। এ সময় ট্রলিচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

নড়াগাতী থানার পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দিন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ট্রলিটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।