ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাজীপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
গাজীপুরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ মার্চ) বিকেলে কালিয়াকৈর উপজেলার মোথাজুরী এলাকায় বিস্তীর্ণ ফসল মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হারিয়ে যাওয়া ঘোড়দৌড় খেলা দেখতে ছুটে আসেন নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ।

ঘোড়দৌড় খেলায় সিরাজগঞ্জ, শ্রীপুর, ভালুকা, জামালপুর থেকে ২০-২৫টি ঘোড়া অংশ নেয়। এ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন বয়সের হাজারো নারী-পুরুষ ভিড় জমান। এমন খেলা প্রতি বছরই আয়োজন করার দাবি জানান এলাকাবাসী।

এ আয়োজনে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম সরকার। এতে প্রধান অতিথি ছিলেন- কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার। উদ্বোধন করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী। পরিচালনা করেন অভিনয় শিল্পী মোক্তার মান্না।

গ্রামবাসীর পক্ষে আয়োজক মোক্তার মান্না বলেন, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা বিলুপ্তির পথে। ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা গ্রামবাসী মিলে এ প্রতিযোগিতার আয়োজন করেছি।

ঘোড়দৌড় খেলা দেখতে আসা আকবর হোসেন বলেন, আগে প্রায়ই ঘোড়দৌড় খেলা দেখতাম। এখন এই খেলার আয়োজন হয় না। খেলা উপভোগ করতে এসেছি। এই খেলা দেখতে খুব ভালো লাগছে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন টাঙ্গাইলের সখিপুরের আবুল হাসেম, দ্বিতীয় হয়েছেন ময়মনসিংহের সোরহাব ও তৃতীয় হয়েছেন সিরাজগঞ্জের কবির হোসেন। খেলায় ৮টি ক্যাটাগরিতে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে তিনটি সাইজের রেফ্রিজারেটর পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৪
আরএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।