ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে পুকুরে মিলল নিখোঁজ ভ্যানচালকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
মুকসুদপুরে পুকুরে মিলল নিখোঁজ ভ্যানচালকের মরদেহ প্রতীকী ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজ হওয়ার এক মাস পর পুকুর থেকে আকাশ (১৭) নামে এক ভ্যানচালকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দুয়ারিডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত আকাশ পার্শ্ববর্তী ফরিদপুর জেলার নগরকান্দা থানার শাহআলমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে স্থানীয়রা পুকুরের কচুরিপানা পরিষ্কার করার সময় একটি বস্তা বেরিয়ে আসে। বস্তা থেকে পচা গন্ধ বের হলে তারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরের মরদেহটি উদ্ধার করে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গে রিপোর্ট এলে মৃত্যুর রহস্য জানা যাবে। পরে তদন্তপূর্বক এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।