ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের ওপর হামলাকারী ৩ ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
পুলিশের ওপর হামলাকারী ৩ ডাকাত আটক

ঢাকা: গাজীপুরের শ্রীপুরে হামলা করে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখমকারী মূলহোতাসহ তিন ডাকাতকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে কেরানীগঞ্জে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তবে প্রাথমিকভাবে আটকদের নাম ও পরিচয় জানায়নি র‍্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাজীপুরের শ্রীপুরে দুই পুলিশ সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে জখমকারী মূলহোতাসহ তিন ডাকাতকে আটক করা হয়েছে। শুক্রবার (০৮ মার্চ) সকাল ১১টার দিকে রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৪
এমএমআই/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।