ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কর্মক্ষেত্রে নারীর সংগ্রাম

শাকিল আহমেদ, স্টাফ ফটো করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
কর্মক্ষেত্রে নারীর সংগ্রাম পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে কঠিন পরিশ্রমের কাজও করছেন নারীরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: একটা সময় নারীদের গৃহবন্দি থাকতে হতো। ঘরের চার দেয়ালের মাঝে পুরো জীবন কাটিয়ে দিতে হতো তাদের।

তবে নারীর পিছিয়ে থাকার সেই দিন আর নেই। এখন পুরুষের সমান ভূমিকায় সমাজকে এগিয়ে নিচ্ছে নারী।

বাড়ির চৌকাঠ ডিঙিয়ে নারী এখন পা রাখছে শিক্ষাঙ্গনে ও কর্মক্ষেত্রে। দিন দিন বেড়েছে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণও। ঘরে এবং বাইরে সমানতালে এগিয়ে যাচ্ছে নারী। যদিও এর মধ্যেও আছে বৈষম্য আর অসহযোগিতার সঙ্গে নারীর লড়াইয়ের ইতিহাস।

৮ মার্চ বিশ্ব নারী দিবস। জীবিকার সংগ্রামে নারীর অগ্রযাত্রার চিত্র ধরা পড়েছে বাংলানিউজের ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদের ক্যামেরায়।  

>> লেগুনায় ঝুলে ঝুঁকি নিয়ে কর্মস্থলে ছুটছেন নারীরা।

>> কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়লেও নারীর জন্য এখনো নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে ওঠেনি।

>> পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে কঠিন পরিশ্রমের কাজও করছেন নারীরা।

>> পোশাকশিল্পের ঈর্ষণীয় অগ্রগতিতে নারীর ভূমিকা অনস্বীকার্য।

>> জীবিকার সংগ্রামে বৃদ্ধ বয়সে ইট ভাঙছেন হাজেরা বেগম।

নারীর এই সমলড়াই উঠে এসেছে কবি নজরুলের ভাষায়, ‘বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর,/অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ’

বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।