ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন।

 

সোমবার (১১ মার্চ) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়ায় ও সকাল সাড়ে ৯টার দিকে ধুসর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেপরোয়া গতিতে প্রাইভেটকার চালিয়ে ঢাকা থেকে পিরোজপুর যাচ্ছিলেন সোহাগ মোল্লা নামে এক ব্যক্তি। দ্রুত গতির কারণে গাড়িটি পথে ভাটিয়াপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারের চালক সোহাগ মোল্লা (২৫) ঘটনাস্থলেই নিহত হন ও গাড়িতে থাকা একই পরিবারের চার যাত্রী আহত হন।

অন্যদিকে সকাল সাড়ে ৯টার দিকে ধুসর এলাকায় বাসের ধাক্কায় অটোভ্যানের চালক আব্দুল কুদ্দুছ মোল্লা (৫৫) গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

নিহত আব্দুল কুদ্দুস মোল্লা কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের সামাদ মোল্লার ছেলে।

কাশিয়ানী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।