মাদারীপুর: মাদারীপুর জেলার রাজৈরে মোটরসাইকেলের ধাক্কায় নুসরাত আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মার্চ) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার টেকেরহাট পল্লী বিদ্যুৎ অফিসের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুসরাত একই উপজেলার খালিয়া ইউনিয়নের বৌলগ্রামের বিগুল শেখের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। সকালে বাবা-মায়ের সঙ্গে নানা বাড়ি যাচ্ছিল সে।
জানা গেছে, নুসরাতের মামা সাগরপথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় কোস্টগার্ডের হাতে ধরা পড়েছেন -এমন খবর শুনে মা-বাবার সঙ্গে রাজৈর উপজেলার মহিষমারী গ্রামের নানা বাড়ি যাওয়ার উদ্দেশে মহাসড়কের পাশে এসে দাঁড়ায় নুসরাত। এ সময় ব্যাটারিচালিত অটোভ্যানে উঠতে গেলে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল নুসরাতকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় নুসরাত। এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, মোটরসাইকেল চালককে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে, কার্যক্রম অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
এসআরএস