ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
কালিহাতীতে ট্রাকের ধাক্কায় আনসার সদস্য নিহত 

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে ট্রাকের ধাক্কায় মো. সেলিম হোসেন নামে এক বাইক আরোহী আনসার সদস্য নিহত হয়েছেন।  

রোববার (১৭ মার্চ) বিকেলে উপজেলার এলেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেলিম হোসেন গোপালপুর উপজেলা সদরের জব্বার খলিফার ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) পলাশ জানান, বিকেলে গোপালপুর থেকে মোটরসাইকেল নিয়ে সেলিম হোসেন টাঙ্গাইল যাচ্ছিলেন। পথে এলেঙ্গা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।  ঘটনার পরপরই ট্রাকটি স্থানীয় লোকজন আটক করলেও চালক পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।