ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনায় সর্বহারা দলের সাবেক সদস্যকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
পাবনায় সর্বহারা দলের সাবেক সদস্যকে গুলি করে হত্যা

পাবনা: পাবনা সদর উপজেলার গয়েশপুরে চরমপন্থি দলের সাবেক সদস্য আব্দুল রাজ্জাক প্রামাণিককে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

রোববার (১৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের মানিকনগর বাজার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল রাজ্জাক একই গ্রামের মৃত আজল প্রামাণিকের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, স্থানীয় বাজারে বিল্টুর চায়ের দোকানে বসে থাকা অবস্থায় সর্বহারা দলের সাবেক সদস্য  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাছে আত্মসমর্পণকারী আব্দুল রাজ্জাক প্রামানিককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা।   

ওসি রওশন আলী জানান, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি।  

স্থানীয়দের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী পূর্ববিরোধের জেরে তাকে একা পয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে প্রকৃত হত্যার ঘটনা সহ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান চলছে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।