ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বাড়তি দামে পণ্য বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
বাড়তি দামে পণ্য বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: বাড়তি দামে পণ্য বিক্রি ও নানা অনিয়মের অভিযোগে পাঁচ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ মার্চ) রাজধানীর বনানী কাঁচাবাজারে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

এ সময় ভাই ভাই মুরগির দোকানে ট্রেড লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা এবং বাড়তি দামে পণ্য বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিন বাজারে দেখা যায়, নতুন করে সরকার নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দিলেও বনানী কাঁচাবাজারে তার কোনো মিল পাওয়া যায়নি। প্রতিটি পণ্যই কেজিতে ২০ থেকে ৭৫ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। বয়লার মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২২০ টাকায়, অথচ সরকার নির্ধারিত দাম ১৭৫ টাকা। সোনালি মুরগি কেজিতে ২৬২ টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়। এছাড়া গরুর মাংস ৬৬৫ টাকা কেজি দরে বিক্রি করার কথা থাকলেও বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়।

বাজার ব্যবসায়ীদের দাবি, সরকারের নতুন এই নির্ধারিত মূল্যের তালিকা তাদের জানা নেই। তবে বনানী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক আলি আহমেদ বলেন, সরকার যেহেতু দাম ঠিক করে দিয়েছে, এখন ওই দামেই আমাদের বিক্রি করতে হবে।

এদিকে রমজানের বাজার স্থিতিশীল রাখতে প্রত্যেকটি বাজারে মনিটরিং করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক সৈয়দ হাসান নূর ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।