ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে চার ডাকাত গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
ফেনীতে চার ডাকাত গ্রেপ্তার

ফেনী: ফেনীতে দুর্ধর্ষ কবির আহাম্মদ প্রকাশ হাত কাটা কবিরসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ মার্চ) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার চারজন হলেন কবির আহাম্মদ প্রকাশ হাতকাটা কবির (৫০), শহিদ রানা (৩২), মামুনুর রশিদ মামুন (২৮) ও হায়দার হোসেন সুজন (৩৬)।

এর আগে রোববার (১৭ মার্চ) রাতে থানা পুলিশের তিনটি পৃথক দল উপজেলার বিভিন্ন এলাকা ও পাশের উপজেলা সোনাগাজী, নোয়াখালী ও রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক মামলায় গ্রেপ্তারের পর শহিদ রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ডাকাতি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তারা প্রত্যেকে সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তিনি জানান, এদের মধ্যে গ্রেপ্তার কবির আহম্মদ প্রকাশ দুই হাত কাটা কবিরের বিরুদ্ধে মোট ১৫টি মামলাসহ অন্য আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।