ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীতে মহুয়া ট্রেনে কাটা পড়ে মো. আব্দুল করিম (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে নগরীর কৃষ্টপুর মসজিদ সংলগ্ন রেললাইনে এই ঘটনা ঘটে।

 

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কদ্দুছ বাংলানিউজকে এ তথ‍্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি জানান, নিহতের বসতঘর রেললাইনের পাশেই। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক‍্যজনিত রোগে ভুগছিলেন। দুপুরে তিনি নিজ ঘর থেকে বের হয়ে রেললাইনে এলে মহুয়া ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।