ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে অটোভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
বাগেরহাটে অটোভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

বাগেরহাট: বাগেরহাটের রামপালে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাব্বি হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের সরকারি খাদ্যগুদাম সংলগ্ন মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি রাব্বি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় কুলটিয়া গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে।  

আহতরা হলেন- জয়দেব বালা (৫২) ও সাকিব (১৭)। এদের মধ্যে জয়দেব হলেন অটোভ্যানচালক আর সাকিব হলেন মোটরসাইকেল চালক।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সাকিব, আরোহী রাব্বি এবং অটোভ্যানচালক জয়দেব গুরুতর আহত হন। আহতদের চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পথে রাব্বির মৃত্যু হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।