নীলফামারী: নীলফামারীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ঝরে পড়ছে আম ও লিচুর মুকুল।
বুধবার (২০ মার্চ) সকাল থেকে কখনো হালকা, কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।
দেখা গেছে, বৃষ্টিপাতে রাস্তাঘাটের ধুলাবালি কমলেও ঝরে পড়েছে আম, লিচুর মুকুল। হঠাৎ এই থেমে থেমে বৃষ্টিপাতে জনজীবন থমকে গেছে। কাজে যেতে পারেনি অনেক কর্মজীবীরা। স্কুলে যেতে পারেনি অনেক শিক্ষার্থীরা। বৃষ্টির কারণে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুর ও সদরে প্রকৃতি শীতলভাব অনুভূত হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
এসআরএস