ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গভীর রাতে মাছঘাটে অভিযান, ২৫০ কেজি ইলিশ জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
গভীর রাতে মাছঘাটে অভিযান, ২৫০ কেজি ইলিশ জব্দ 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরের পাটওয়ারীর হাটের একটি মাছঘাটে অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। এ সময় ২৫০ কেজি ইলিশ মাছ ও প্রায় দুই টন বরফ জব্দ করা হয়।

 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাসের উপস্থিতিতে জব্দকৃত মাছ এতিমখানা ও লক্ষ্মীপুর সমাজসেবা শিশু পল্লিতে পাঠানো হয়। বরফগুলো বিনষ্ট করা হয়েছে।  

বুধবার (২০ মার্চ) রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়।  

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রামগতির বড়খেরী নৌ-পুলিশের সহায়তায় কমলনগরের মেঘনা নদীর তীরবর্তী পাটওয়ারীর হাটের মাছঘাটে অভিযান চালিয়ে মাছ ও বরফ জব্দ করা হয়েছে। তবে এ সময় কাউকে পাওয়া যায়নি।  

তিনি জানান, ইলিশ রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ। এসময় ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।