ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে শতকোটি টাকার প্রকল্পে দুর্নীতির তদন্তে দুদক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
গৌরীপুরে শতকোটি টাকার প্রকল্পে দুর্নীতির তদন্তে দুদক 

ময়মনসিংহ: জেলার গৌরীপুর উপজেলায় ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে অস্তিত্বহীন ও ভুয়া প্রকল্পে সরকারের শতকোটি টাকার উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ উঠেছে। এমন অভিযোগে তথ্য উপাত্ত সংগ্রহে সরেজমিনে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    

এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের ভেতরে-বাইরে।

সূত্র থেকে জানা গেছে, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে সরকারের শতকোটি টাকার উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে অস্তিত্বহীন ও ভুয়া প্রকল্পের মাধ্যমে বরাদ্দের টাকা নয়ছয় করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রভাবশালী মহল। এর মধ্যে অনেক প্রকল্প কাগজপত্রে থাকলেও বাস্তবে নেই। অনেক প্রকল্প নামকাওয়াস্তে বাস্তবায়ন হলেও হরিলুট হয়েছে বরাদ্দের বেশির ভাগ অর্থ। সেই সঙ্গে এসব প্রকল্পের বাস্তবায়ন কমিটিতেও রয়েছে ব্যাপক অসংগতি। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, ছবি ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে কাগজপত্রে বাস্তবায়ন দেখানো হয়েছে এসব প্রকল্পে।        

অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন একটি প্রভাবশালী সিন্ডিকেটের যোগসাজশে এসব উন্নয়ন প্রকল্পে লুটপাটের ঘটনা ঘটেছে। এতে বলির পাঠা হয়েছে অতি উৎসাহী তৃণমূলের কিছু রাজনৈতিক নেতাকর্মী। তাদের পরিচয় ও সই-স্বাক্ষরে প্রকল্পের টাকা উত্তোলন হলেও তারা আর্থিক সুবিধা পেয়েছেন নামকাওয়াস্তে। বাকি বরাদ্দের টাকা ভাগ-বাটোয়ারা হয়েছে প্রকল্প সংশ্লিষ্ট ও প্রভাবশালীদের মধ্যে। এতে রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরাও যুক্ত রয়েছেন।    

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমার নাম ও স্বাক্ষরে প্রকল্পের টাকা উঠেছে বলে শুনেছি। কিন্তু আমি এসব প্রকল্প সর্ম্পকে কিছুই জানি না। বিগত কয়েকদিন আগে দুর্নীতি দমন কমিশন থেকে একজন আমাকে ফোন দিয়েছিল। তখন আমি এই বিষয়টি জানতে পারি।      

স্থানীয় একাধিক ইউপি সদস্য জানান, প্রকল্প সংক্রান্ত এবং প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য চেয়ে উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও একাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছে দুদক। এসব কারণে সংশ্লিষ্টদের ভেতরে ভেতরে গুঞ্জন সৃষ্টি হয়েছে। এতে অনেক কর্মকর্তা ও জনপ্রতিনিধি ফেঁসে যাওয়ার আতঙ্কে ভুগছেন, বলেও জানান তারা।      

আরও অভিযোগ উঠেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সোহেল রানাসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় উন্নয়ন প্রকল্পগুলোতে হরিলুটের ঘটনা ঘটেছে। এতে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ ও ইন্ধন থাকলেও কাগজপত্রের নয়ছয়ে সমন্বয়কের ভূমিকা পালন করেছেন পিআইও।      

সূত্র জানায়, ২০১৮ সালের ডিসেম্বরে চাকরিতে যোগদানের পর পিআইও মো. সোহেল রানা গত চার বছর ধরে একটানা একই কর্মস্থলে বহাল তবিয়তে রয়েছে। এতে স্থানীয় প্রভাবশালী এবং জনপ্রতিনিধিদের সঙ্গে তার ভাগ বাটোয়ারার সখ্যতা দীর্ঘদিনের।  

জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সোহেল রানা বলেন, দুদকের চিঠি পেয়ে ২২-২৩ অর্থবছরের তথ্য অনেক আগেই দেওয়া হয়েছে। এখন আবার ২৩-২৪ অর্থবছরের তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক। তার দাবি, স্থানীয় রাজনৈতিক কোন্দলের কারণে দুদকে এই অভিযোগ দেওয়া হয়েছে, না হলে এই অভিযোগ উঠত না।    

এ বিষয়ে দুদক ময়মনসিংহের উপসহকারী পরিচালক মো. আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, অভিযোগের অনুসন্ধান চলমান আছে, এখনই এ নিয়ে মন্তব্য করার সুযোগ নেই। সরেজমিনে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।