ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটের পশুর নদীতে ট্রলারডুবি, সন্ধান মেলেনি নিখোঁজ শ্রমিকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
বাগেরহাটের পশুর নদীতে ট্রলারডুবি, সন্ধান মেলেনি নিখোঁজ শ্রমিকের

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় পশুর নদীতে ইটবোঝাই একটি ট্রলারডুবির একদিন পার হলেও নিখোঁজ শ্রমিক মোকছেদ হাওলাদারের সন্ধান মেলেনি।  

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলেও উদ্ধার অভিযান চালায় মোংলা ইপিজেড ও খুলনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

 

নিখোঁজ শ্রমিকের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে বুধবার (২৭ মার্চ) গভীররাতে মোংলার বিদ্যার বাহন এলাকায় পশুর নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও মোকছেদ হাওলাদার নামে এক শ্রমিক নিখোঁজ হন। আজও তার খোঁজ মেলেনি।

মোকছেদ হাওলাদার খুলনা জেলার রুপসা উপজেলার রহিমনগর এলাকার মফিজ উদ্দিন হাওলাদেরের ছেলে।    

মোংলা ইপিজেডের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আরভেজ আলী বলেন, খুলনা থেকে পশুর নদী পার হয়ে মোংলায় যাচ্ছিল ইটবোঝাই ওই ট্রলারটি। মাঝ নদীতে হঠাৎ ট্রলারটি ডুবে যায়। ট্রলারে চারজনের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠলেও একজন নিখোঁজ রয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।