ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাস্টিন ট্রুডোর নামে জন্মনিবন্ধন, তদন্ত প্রতিবেদন জমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
জাস্টিন ট্রুডোর নামে জন্মনিবন্ধন, তদন্ত প্রতিবেদন জমা

পাবনা: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে পাবনা জেলায় জন্মনিবন্ধন সনদ তৈরির ঘটনা খতিয়ে দেখতে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের কাছে তদন্ত প্রতিবেদনটি জমা দেয় তদন্ত কমিটি।

জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান জানান, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে জন্মনিবন্ধন সনদ তৈরি ঘটনায় রেজিস্ট্রার জেনারেলের নির্দেশে স্থানীয় সরকার বিভাগ পাবনার উপ-পরিচালক সাইফুর রহমানকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ হয়। উপ-পরিচালক সাইফুর রহমান বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরের আমার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।

এর আগে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা ও সচিব আওলাদ হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তারা নির্ধারিত সময়ের মধ্য সেই জবাব দিয়েছেন।

পাবনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইফুর রহমান বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমি সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নে গিয়েছিলাম। সব বিষয় খোঁজখবর নিয়েছি। তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি। সেখানে বেশ কিছু অসঙ্গতি ও অনিয়ম পেয়েছি।

উল্লেখ্য, পাবনার জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন থেকে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নামে ভুয়া জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হয়েছে। বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। ইউনিয়ন পরিষদের দেওয়া ভুয়া জন্মনিবন্ধন সনদে দেখা গেছে, ব্যক্তির নাম জাস্টিন ট্রুডো, বাবার নাম পিয়েরে ট্রুডো, মায়ের নাম মার্গারেট ট্রুডো। ১৯৭১ সালের ২৫ ডিসেম্বর পাবনায় জন্মগ্রহণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।