ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লংগদুতে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
লংগদুতে নিজ ঘরে ঝুলছিল যুবকের মরদেহ প্রতীকী ছবি

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় গলায় ফাঁস দিয়ে শরীফ মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (২৯ মার্চ) লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নিহত শরীফ ওই উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই ৪ নম্বর ওয়ার্ডের মৃত দীন ইসলামের ছেলে।  

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে শরীফ তারাবির নামাজ পড়ে বাড়িতে এসে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। রাতেই স্বজনরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া শব্দ না মেলায় দরজা ভেঙে ভেতরে ঢুকে আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় শরীফের ঝুলন্ত মরদেহ দেখতে পান। বিষয়টি থানায় জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। শরীফ মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।  

ওসি মো. হারুন রশীদ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শুক্রবার রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি)   মামলা দায়ের প্রক্রিয়াধীন। মর্গের প্রতিবেদন দেখে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি জেনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।